ঢাকা , মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য, চাকরির জন্য না: প্রধান উপদেষ্টা

  • প্রতিবেদক
  • আপডেটের সময়: ০২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৫ সময় দেখুন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস / ছবি: সংগৃহীত

মানুষ কারো চাকরি করার জন্য আসেনি। মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, মানুষকে আমাদের সুযোগ দিতে হবে। কাজেই সেদিকে যেন আমরা যেতে পারি, সবাইকে সেই সুযোগ যেন দিতে পারি। এখন বহু মানুষ উদ্যোক্তা হয়েছে। আমরা তালিকা করিনি, এমন পর্যায়ে গেছি আমরা। সুতরাংআরও সুযোগ আসছে। এটা হয়েছে প্রযুক্তির কারণে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আমরা প্রতিটি মানুষকে তার নিজের সক্ষমতাকে কেন্দ্র করে যেখানে যেতে চায়, সেখানে যাওয়ার সুযোগ করে দিতে চাই। আশা করি, এই কাজে পিকেএসএফ নতুন ভবনে এসে নতুন যাত্রা শুরু করবে।

তিনি বলেন, আমাদের যাওয়ার পথ দীর্ঘ, কিন্তু আমাদের প্রস্তুতির পর্ব খুব খুব শক্ত। বাংলাদেশে দারিদ্র নিরসনের যে প্রস্তুতি, অন্য কোনো দেশে হয়েছে কিনা- মনে হয় না। একবারে গোড়াতে গিয়ে কাজ করা। সবাই মিলে কাজ করেছে।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এখন যে স্টেজে এসেছি, বড় আকারে চলে যাওয়ার। টাকারও অভাব হবে না। কারণ আমাদের ওপর মানুষের আস্থা আছে। সেভাবে ফাইনান্সিয়াল অবস্থা তৈরি করলে সত্যি সত্যিই মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারি।

18 / 5,000 আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Admin

২৯ অক্টোবর থেকে ঢাবিতে ভর্তির আবেদন শুরু

মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য, চাকরির জন্য না: প্রধান উপদেষ্টা

আপডেটের সময়: ০২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

মানুষ কারো চাকরি করার জন্য আসেনি। মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, মানুষকে আমাদের সুযোগ দিতে হবে। কাজেই সেদিকে যেন আমরা যেতে পারি, সবাইকে সেই সুযোগ যেন দিতে পারি। এখন বহু মানুষ উদ্যোক্তা হয়েছে। আমরা তালিকা করিনি, এমন পর্যায়ে গেছি আমরা। সুতরাংআরও সুযোগ আসছে। এটা হয়েছে প্রযুক্তির কারণে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আমরা প্রতিটি মানুষকে তার নিজের সক্ষমতাকে কেন্দ্র করে যেখানে যেতে চায়, সেখানে যাওয়ার সুযোগ করে দিতে চাই। আশা করি, এই কাজে পিকেএসএফ নতুন ভবনে এসে নতুন যাত্রা শুরু করবে।

তিনি বলেন, আমাদের যাওয়ার পথ দীর্ঘ, কিন্তু আমাদের প্রস্তুতির পর্ব খুব খুব শক্ত। বাংলাদেশে দারিদ্র নিরসনের যে প্রস্তুতি, অন্য কোনো দেশে হয়েছে কিনা- মনে হয় না। একবারে গোড়াতে গিয়ে কাজ করা। সবাই মিলে কাজ করেছে।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এখন যে স্টেজে এসেছি, বড় আকারে চলে যাওয়ার। টাকারও অভাব হবে না। কারণ আমাদের ওপর মানুষের আস্থা আছে। সেভাবে ফাইনান্সিয়াল অবস্থা তৈরি করলে সত্যি সত্যিই মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারি।