ঢাকা , মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসুর এজিএস পদে শেষ চমক আশরেফা

  • প্রতিবেদক
  • আপডেটের সময়: ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
  • ১৩২ সময় দেখুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে লড়বেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আশরেফা খাতুন।

 

তিনি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়া তিনি বর্তমান বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় কমিটির মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন।

 

জানা গেছে, আশরেফা খাতুন ২০১৯ সাল থেকেই অন্যায়, অনিয়মের বিরুদ্ধে লড়াকু সৈনিক ছিলেন। নিরাপদ সড়ক আন্দোলনে শাহবাগের উত্তপ্ত রাজপথে স্লোগানের মাধ্যমে আশরেফা খাতুনের রাজনৈতিক যাত্রা শুরু হয়। এরপর সাত কলেজ বাতিল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

 

এরপর ছাত্র অধিকার পরিষদের রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি। বুয়েট শিক্ষার্থী আবারার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে বেশ কয়েকবার হামলার শিকার হয়েছেন আশরেফা খাতুন। অবৈধ নির্বাচনের বিরুদ্ধে সর্বদা সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেষ্ট ভূমিকা পালন করেছেন তিনি।

 

সর্বশেষ জুলাই অভ্যুত্থানের প্রথম দিন থেকে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে এসেছেন আশরেফা খাতুন।

 

আশরেফা খাতুন সম্পর্কে তার শুভাকাঙ্ক্ষীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আশরেফা খাতুনের মতো শিক্ষার্থীর প্রয়োজনীয়তা অনেক। আমরা আশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ্য প্রার্থীকেই বেছে নিবে। আর অতীতের মতো সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে আশরেফা খাতুনে কণ্ঠ যেন জারি থাকে সে বিষয়টিও আমরা তার কাছে প্রত্যাশা করি।

 

এ বিষয়ে আশরেফা খাতুন বলেন, বিগত ১৭ বছরের স্বৈরাচারী শাসনামলের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ২০২৫ এ এসেও নানা দিক থেকে পিছিয়ে আছে। পিছিয়ে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেন বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে তার জন্য আমাদের কাজ করার তীব্র ইচ্ছা ও আকাঙ্ক্ষা রয়েছে। সেই আশা, ভরসা ও প্রত্যাশা থেকেই সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচন করছি। আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন ভোটাররা যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবে।

18 / 5,000 আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Admin

২৯ অক্টোবর থেকে ঢাবিতে ভর্তির আবেদন শুরু

ডাকসুর এজিএস পদে শেষ চমক আশরেফা

আপডেটের সময়: ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ আগস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে লড়বেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আশরেফা খাতুন।

 

তিনি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়া তিনি বর্তমান বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় কমিটির মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন।

 

জানা গেছে, আশরেফা খাতুন ২০১৯ সাল থেকেই অন্যায়, অনিয়মের বিরুদ্ধে লড়াকু সৈনিক ছিলেন। নিরাপদ সড়ক আন্দোলনে শাহবাগের উত্তপ্ত রাজপথে স্লোগানের মাধ্যমে আশরেফা খাতুনের রাজনৈতিক যাত্রা শুরু হয়। এরপর সাত কলেজ বাতিল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

 

এরপর ছাত্র অধিকার পরিষদের রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি। বুয়েট শিক্ষার্থী আবারার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে বেশ কয়েকবার হামলার শিকার হয়েছেন আশরেফা খাতুন। অবৈধ নির্বাচনের বিরুদ্ধে সর্বদা সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেষ্ট ভূমিকা পালন করেছেন তিনি।

 

সর্বশেষ জুলাই অভ্যুত্থানের প্রথম দিন থেকে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে এসেছেন আশরেফা খাতুন।

 

আশরেফা খাতুন সম্পর্কে তার শুভাকাঙ্ক্ষীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আশরেফা খাতুনের মতো শিক্ষার্থীর প্রয়োজনীয়তা অনেক। আমরা আশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ্য প্রার্থীকেই বেছে নিবে। আর অতীতের মতো সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে আশরেফা খাতুনে কণ্ঠ যেন জারি থাকে সে বিষয়টিও আমরা তার কাছে প্রত্যাশা করি।

 

এ বিষয়ে আশরেফা খাতুন বলেন, বিগত ১৭ বছরের স্বৈরাচারী শাসনামলের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ২০২৫ এ এসেও নানা দিক থেকে পিছিয়ে আছে। পিছিয়ে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেন বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে তার জন্য আমাদের কাজ করার তীব্র ইচ্ছা ও আকাঙ্ক্ষা রয়েছে। সেই আশা, ভরসা ও প্রত্যাশা থেকেই সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচন করছি। আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন ভোটাররা যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবে।