জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (পুলিশ) এখন এক রাজনৈতিক দলকে মদদ দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন।
রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহিদ মিনারে তিনি এই কথা বলেন।
এসময় আকরাম হোসাইন বলেন, এই ইন্টেরিম সরকার এক বছর আগে ক্ষমতা নিয়েছে। এক বছর হয়ে গেলেও এখন পর্যন্ত তারা বিচার ও সংস্কারের কোনো রোডম্যাপ দিতে পারে নাই। এই বিচার ও সংস্কার ঠিকঠাক না হওয়ায় আওয়ামী লীগের আমলে যত সমস্যা ছিলো সকল সমস্যা এখনও বিদ্যমান রয়েছে।
চাঁদাবাজি নিয়ে বলেন, ঢাকার অলিতে গলিতে চাঁদাবাজিতে পূর্ণ হয়ে গেছে। যেসকল রাজনৈতিক দলের কর্মীরা চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আহ্বান করেছেন এই এনসিপি নেতা।