ঢাকা , মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

  • প্রতিবেদক
  • আপডেটের সময়: ০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ আগস্ট ২০২৫
  • ৫৭ সময় দেখুন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির বলেছেন, তারেক রহমানের স্ত্রীও একজন প্রখ্যাত চিকিৎসক।

 

ফখরুল বলেন, ‘দেশে শুধু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা নয়, ভোটের অধিকার নয়, স্বাস্থ্য আর ভাতসহ সব অধিকার নিশ্চিত করতে হবে।’

 

তিনি আরও বলেন, ‘দেশের চিকিৎসকরা উপমহাদেশে সেরা, সমস্যা সিস্টেমে। পারস্পরিক হিসেবের যে সংস্কৃতি, তা আমাদের ধ্বংস করে দিয়েছে।’

 

ফখরুল বলেন, তারেক রহমান যে ৩১ দফা প্রস্তাব করেছেন তা দেশের স্বাস্থ্য খাতসহ অন্যান্য ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনার শক্তি রাখে।

 

শনিবার (৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর জাতীয় কাউন্সিলে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বিএনপির মহাসচিব বলেন, শুধু ভোটের অধিকারই নয়, স্বাস্থ্যসহ সব মৌলিক অধিকার নিশ্চিত করাও আমাদের কর্তব্য।

 

মির্জা ফখরুল ২০২৪ সালের অভ্যুত্থানের সময় ডাক্তারদের অবদানকে বিশেষভাবে স্মরণ করেন, যারা জীবনের ঝুঁকি নিয়ে সেবাদানে কাজ করেছেন।

18 / 5,000 আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Admin

২৯ অক্টোবর থেকে ঢাবিতে ভর্তির আবেদন শুরু

তারেক রহমান দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

আপডেটের সময়: ০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ আগস্ট ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির বলেছেন, তারেক রহমানের স্ত্রীও একজন প্রখ্যাত চিকিৎসক।

 

ফখরুল বলেন, ‘দেশে শুধু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা নয়, ভোটের অধিকার নয়, স্বাস্থ্য আর ভাতসহ সব অধিকার নিশ্চিত করতে হবে।’

 

তিনি আরও বলেন, ‘দেশের চিকিৎসকরা উপমহাদেশে সেরা, সমস্যা সিস্টেমে। পারস্পরিক হিসেবের যে সংস্কৃতি, তা আমাদের ধ্বংস করে দিয়েছে।’

 

ফখরুল বলেন, তারেক রহমান যে ৩১ দফা প্রস্তাব করেছেন তা দেশের স্বাস্থ্য খাতসহ অন্যান্য ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনার শক্তি রাখে।

 

শনিবার (৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর জাতীয় কাউন্সিলে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বিএনপির মহাসচিব বলেন, শুধু ভোটের অধিকারই নয়, স্বাস্থ্যসহ সব মৌলিক অধিকার নিশ্চিত করাও আমাদের কর্তব্য।

 

মির্জা ফখরুল ২০২৪ সালের অভ্যুত্থানের সময় ডাক্তারদের অবদানকে বিশেষভাবে স্মরণ করেন, যারা জীবনের ঝুঁকি নিয়ে সেবাদানে কাজ করেছেন।